আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ‘ঢাকা ক্লিন – ময়মনসিংহ’

আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ’ময়মনসিংহ ক্লিন’। ৩ সেপ্টেম্বর, ২০১৬ বেলা ৩:৩০ মিনিটে ময়মনসিংহ টাউন হল মাঠে এক উদ্বোধন অনুষ্ঠান এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এর কাজ হয়।

ঢাকা ক্লিন এর আদলে ও সহযোগীতায় ময়মনসিংহ ক্লিন যাত্রা শুরু করলো বিভাগীয় শহর ময়মনসিংহে। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ সূচনা ঘোষণা করেন ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু, কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ারা সুলতানা, মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলার সাধারন সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, দৈনিক মাটি ও মানুষের নির্বাহি সম্পাদক স্বাধীন চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্র ময়মনসিংহ ও নেত্রকোনার সমন্বয়ক রবিউল ইসলাম, সচেতন নাগরিক কমিটি ময়মনসিংহের সভাপতি শরীফুজ্জামান পরাগসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, বিভাগীয় শহর ময়মনসিংহ শহরটি পরিচ্ছন্ন রাখার জন্য এগিয়ে আসতে হবে নাগরিকদের, প্রত্যেকের অবদান রাখতে হবে। ময়মনসিংহ ক্লিন কার্যক্রমের প্রশংসা করে তিনি এর কার্যক্রমকে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন বলে জানান।

ময়মনসিংহ ক্লিন এর সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল এর কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন, সুন্দর ও স্বপ্নময় ময়মনসিংহ গড়তে সকলকে অগ্রনী ভূমিকা পালন করতে অনুরোধ জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন ও বিভাগীয় সমন্বয়ক কে এম কাউসার সাজ্জাদসহ ঢাকা ক্লিন এর সেচ্ছাসেবকরা।