পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে প্রতীকী রোড-শো

স্বপ্নবাজ তারুণ্যদের স্বপ্ন একটি পরিচ্ছন্ন বাংলাদেশের। দেশের রাস্তাঘাট হবে বেডরুমের মতই পরিষ্কার-পরিচ্ছন্ন। নিজ বাড়ি, গাড়ি আমরা যেমন করে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখি, নিজের দেশকেও সেরকম পরিচ্ছন্ন রাখা উচিত। প্রয়োজনে দেশের সকল তরুণ-তরুণী হাতে ঝাড়ু তুলে নিবো। নিজের নাগরিক দায়িত্ব পালন করার পাশাপাশি মানুষের অসচেতন মানসিকতাকে সচেতন করে তুলবো।

এই লক্ষ্যে ২০ই জানুয়ারী ২০১৭ইং বিডি ক্লিন-ঢাকা (তৎকালীন ঢাকা ক্লিন) থেকে একটি প্রতীকী রোড-শো এর আয়োজন করা হয়। এতে অংশ নেয় প্রায় ২০০০ এরও বেশি স্বেচ্ছাসেবী।

সকল স্বেচ্ছাসেবীরা এসময় শাহবাগ থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা পর্যন্ত রাস্তার পাশে অবস্থান নেয়।

নির্ধারিত সময়ে জাতীয় সংগীত গাওয়া শেষে সকল স্বেচ্ছাসেবী ঝাড়ু দিয়ে শাহবাগ থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত রাস্তা ও ফুটপাত পরিচ্ছন্ন করে।

একদিন বাংলাদেশ বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্ন দেশ হিসেবে সুনাম অর্জন করবে। আর তার জন্যই কাজ করে যাচ্ছে বিডি ক্লিন এর সেচ্ছাসেবীরা।
তাদের বিশ্বাস দেশের নাগরিকরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হলেই অবশ্যই সম্ভব বাংলাদেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা।