পরিচ্ছন্নতার শপথবাক্য | Cleanup Oath
আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশে প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমীন।
I swear that I will always devote myself to human service and be loyal to the country. I will always try to maintain the unity and discipline of the country. We have always kept ourselves engaged in building clean Bangladesh. Someone around us will be aware of the fact that we do not get rid of waste. Always carry out the constitutional civil duty. We will follow all the existing laws in the country. O Lord, give me strength So that I can serve the country and make Bangladesh a clean, strong and ideal state. Amin.
Proud to be a BD Clean Member