প্রথম জেলা টিম হিসেবে পরিচ্ছন্নতায় যুক্ত হলো বিডি ক্লিন – গোপালগঞ্জ টিম
পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সবার সহযোগিতায় অতিক্রম করলো আরো এক ধাপ। প্রায় এক বছর এর নিরলস প্রচেষ্টায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান বিভাগীয় পর্যায়ের পরে এবার শুরু হলো জেলা পর্যায়ে। ২৪ মে ২০১৭ তারিখ সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে গোপালগঞ্জ সদর পৌর পার্কে সকাল ১০ টায় উদ্বোধন করা হয় বিডি ক্লিন – গোপালগঞ্জ এর পরিচ্ছন্নতা অভিযানের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন, বিডি ক্লিন – ঢাকা টিমের সদস্য, বিডি ক্লিন – গোপালগঞ্জ এর সমন্বয়ক সুজন দাস, বিডি ক্লিন – গোপালগঞ্জ টিমের সদস্য ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
বিডি ক্লিন – গোপালগঞ্জ শাখার উদ্বোধন করেন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এ্যাডভোকেট, সুপ্রীম কোর্ট অফ বাংলাদেশ।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা প্রশাসক, গোপালগঞ্জ।
উদ্বোধনী পর্বের পর সকলে মিলে ঝাড়ু হাতে ময়লা কুড়িয়ে পৌর পার্ক থেকে শুরু করে ডিসি অফিস হয়ে পোস্ট অফিস মোড় এবং চৌরঙ্গ পর্যন্ত পরিচ্ছন্ন করেন।