২০১৬ সালের ৩ জুন তারিখে “পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” জয়ের লক্ষ্যে শুরু হয়েছিল বিডি ক্লিন এর অগ্রযাত্রা। হাটিহাটি পা পা করে এক ফরিদ উদ্দিন থেকে আজ ৪৪,০০০ এরও অধিক তারুণ্যদের স্বপ্ন একীভূত হয়েছে। সকলের একটিই চাওয়া, “একটি পরিচ্ছন্ন বাংলাদেশ”
০৩-০৬-২০২৩ তারিখে পূর্ণ হয় সেই স্বপ্নের, লড়াইয়ের দীর্ঘ ৭ বছর। আর পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন পূরণে ৭ বছরের পথচলায় সারাদেশের ৪৪,০০০ এরও বেশি সদস্য “প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কেটে নয় বরং এমন কিছু করে দেখাও যা জাতির জন্য কল্যাণকর হয়” এই শ্লোগান বুকে ধারণ করে একযোগে দেশব্যাপী ৩ লক্ষেরও অধিক গাছ রোপন করেছে।